শেষ পাখীর ডাক -কৃষ্ণেন্দু বন্দোপাধ্যায়

একটা ডাক শুনি,
সারাদিনের শেষে সন্ধ্যা নামে, দিন আজও উজ্জ্বলরাত নিকষ.....
ভোরের বেলায় পাখির ডাক কালকেও তো শুনেছি, কিন্তু আজ?
কোথায় সেসব ঘুম ভাঙ্গানো কলতান?
অদল বদল বড্ড জটিল,
কিছুতেই বাধ মেনে না,তবু বাস পাতার ফাঁকের চাই পাখিটা, কোথায়?
নাই?
কেন?
দূষিত ঐ কালো সমাজের ছোঁয়ায় , সে কি মারা গেছে??
চির বিলুপ্ত?
না না! এটা মিথ্যা কথা,
ওকে আমি বা তুমি ফেরাতে পারবো না,
জানি, তবু মুখে শান্তনা,
এর বড় বড় কথা,
পাখির আর্তনাদে ভেঙ্গে যাওওয়া স্বাপ্ন, আজ সেটুকুও হারিয়ে গেছে পাখি বললে শিশুরা শুধু কাকের দিকে আঙ্গুল তোলে, আর কিছু ছিল শকুন,নববর্ষের শুরুতে শুধুই তাদের আক্রোশ, তাদের দুষ্কৃতী, না না,
এমা,ছি!
বলো, দুর্বার গতিতে এগিয়ে আসা প্রযুক্তি, নাকি কিছু হাতেগোনা মানুষ, যারা মুষ্টি লুকিয়ে রাখে ক্ষমতা, চারিদিকে এতো শেয়ালের ডাক' উঁহু!
কোথায় ডুবিয়ে দিছে সেই বাঁশ বনের, সেই দোয়েল এর গান,কেউ কী পারবে তাকে ফিরিয়ে দিতে'? জবাব আসে: নাআসেই স্বাপ্ন, দুস্বাপ্ন ছেড়ে বোকা পাখি আজ বাস্তববাদী দের হাতেই চূর্ণ! বিচূর্ণ!
কেন??
জানতে চাইবো না,
কারণ, কেউ তো শোনাবো না সেই শেষ পাখীর ডাক।

Comments (0)

Leave a reply