তুমি ভালো আছো তো - জান্নাতুল ফেরদৌস জান্নাত

জানালার গ্রীল ধরে,অলস দৃষ্টিতে তাকিয়ে রই,
সেই সে চেনা পথের পানে,কিন্তু কই?
কিছুই তো খুজে পাই না,চারদিকে শুধু শুন্যতা
ক্ষনে ক্ষনে মিলাই হিসেবের অপুর্ণতা।
পরক্ষনেই হেসে উঠি আনমনে,
একী!হ্বদয়ের হিসেব করিনি তো কখনো গোপনে।
তবে কেনো আজ এমন হয়?
নিজে প্রশ্ন করি, ভালোবাসা কারে কয়?

ভালোবাসার বিনীময়ে ভালোবাসা চেয়েছি,
তাই হয়ত, হ্বদয় পথে চলতে গিয়ে হেরেছি।
মনের বিনীময়ে-ই তো চেয়েছিলাম মন
তবুও কেনো,আজ এ হ্বদয়ক্ষরন?
তবুও ভুলে গিয়ে,সব চাওয়া-পাওয়া যত
খুব জানতে ইচ্ছে হয়,তুমি ভালো আছো তো!

Filed Under:

Comments (0)

Leave a reply