বিবর্ন কবিতা - রতন পারাই
কথা ছিল তুমি শুধু আমার কবিতা শুনবে
আমি বসে আছি তোমার সামনে
সবই ঠিক আছে
যেখানে কবিতা পাঠ করার কথা ছিল আমার
সেখানে অন্যকেউ আউড়ে যাচ্ছে অন্যের শেখা বুলি
তুমি মুগ্ধ হয়ে শুনছো
আমি বসে আছি, ঠিক যেখানে কথা ছিল
কথা ছিল তুমি শুধু আমার হাত ধরবে হাটবে
আমি পথ চেয়ে বসে আছি
সবই ঠিক আছে
যেখানে আমার হাত ধরে হাটার কথা ছিল
সেখার তোমার হাত আকড়ে ধরে আছে অন্য কেউ
গভীর ভালোবাসায় ভাসছো
আমি হেটে চলছি ঠিক যেভাবে কথা ছিল
কথা ছিল তুমি শুধু আমার সাথেই জোছনা দেখবে
প্রতিটি রাত আমি জাগি
সবই ঠিক আছে
যেখানে আমার সাথে জোছনা দেখার কথা ছিল
সেখানে তোমার সাথে রাত জাগছে নতুন কোন সাথী
আমি কিন্তু জেগেই আছি ঠিক যেভাবে কথা ছিল
কথা ছিল তোমার হাসিতে হাসব তোমার দুঃখে কাঁদব
প্রতিটি রাত জেগে আমি কাঁদি
যখন তোমরা দুজন একে অপরকে হাসাতে ব্যস্ত থাকো
আমার আনন্দগুলো সব তোমার জন্য
দুঃখগুলো না হয় আমারই রইল
সুখে থেকো ,তবু তুমি সুখে থেকো
Comments (0)
Leave a reply