একটা পাথর আমি - নৈরিৎ ইমু
অনাদিকাল ধরে হৃদয়ে রেখেছি বিবর্ণ ইচ্ছের ঝাঁক ;
একটা পাথর আমি যার বুকে জন্মে না শ্যাওলা কভু !
তীর উপেক্ষা করে ছুটে যাওয়া নদীর মতন
তুমিও গেছ চলে , সরে গেছ ক্রমে দূরে বহুদূর ...
সুনীল আকাশজুড়ে মেঘরৌদ্রের মধ্যে দেখি ভাঙ্গনের দূত -
কোন এক নিস্তব্ধতার ত্রাস স্তব্ধ করে গেছে বাসনা আমার ।
বলা হবে না ফাল্গুন জ্যোৎস্নায় অথবা পৌষের পড়ন্ত বেলায় ;
গুমরে কাঁদে অব্যক্ত ভালবাসা শ্রাবন তুমুল ধারায় ....
পৃথিবীর স্নিগ্ধ আলোর পরে শেষ সন্ধ্যার সুর
মুছে যাবো একদিন ক্ষণকাল মায়ারুপ অগ্রাহ্য করে _
সেই থেকে যদি হই সমুদ্র স্নিগ্ধ কলরব !
প্রিয় জানালার পাশে গলে আসা কমলা রঙের রোদ !
আমাকে পড়বে মনে অসংখ্য তারার ক্রন্দনে ,
উদাস দুপুরে যখন তোমার হেলানে য়ূক্যালিপ্টাস ;
তারও বেশী উদাস রবে কোলের কাছে খোলা থাকা বই ।
Comments (0)
Leave a reply