বিবর্ন কবিতা - অমিতাভ অমিত

তোমার সাথে সেদিনের পর আর দেখা হয়নি।সেদিন যখন এমনি এক মেঘলা দিনে আমাকে তুমি ডাকলে,ভেবেছিলাম আমার হাতদুটো জড়িয়ে ধরে বলবে sorry.যদিও কখনোই তুমি sorry বলনি।ভেবেছিলাম ঐরকম পরিবেশে হয়তো তোমার চোখ থেকে গড়িয়ে পড়বে দু'ফোঁটা অশ্রু,যদিও আমি মন থেকে চাইনি কখনো,কোনদিন তোমার চোখের কোনে পানি দেখতে।আমার ভাবনা সঠিক করে তুমি এসে দাঁড়ালে সামনে,কিন্তু না।পরবর্তীটুকু ভাবনাই রয়ে গেল,বাস্তব ...আর হলো না।তুমি বললে তোমার জীবনে আসছে নতুন কেউ,যে তোমার পরিবার ও তোমাকে.......,........,.......,......!
আজ আমার কাছে সব আছে।অর্থ,যশ,......,...শুধু নেই তুমি,আমার .... ।জানি তুমি শুধু ছলনাই করে গেছ আমার সাথে,ভালবাসোনি কোনদিনও।কেননা,ভালবাসার মানুষকে কি ভোলা যায় ?যায় না।যেমন আমি ভুলতে পারিনি তোমাকে ।কষ্ট পেলেও ভোলার চেষ্টা করিনা কখনোই।কেননা, তাহলে যে অসম্মান হবে আমার নিষ্পাপ ভালবাসার।মাঝে মাঝে মনে হয় জীবনটা যদি পেন্সিলে লেখা একটা কবিতা হতো,তবে তা মুছে আবার নতুন করে লিখতাম।পরক্ষনেই মনে হয় এই কবিতার সাথেই তো জড়িয়ে আছে আমার জীবনরুপ ভালবাসা।যে কবিতা একদিন লেখা হয়েছিল ভালবাসার লাল কালিতে,আজ যেন সেই কবিতার আখর বেদনার রঙে নীল।

Filed Under:

Comments (0)

Leave a reply