প্রেম এবং প্রস্থান
আর কি দেখা হবে না !
দেখা হবে না ?
এত যে প্রেম তবে কাকে দেবো ?
এই যে ফুটেছে মুকুল ,
এই ভার কাকে দেব ?
আর কি কথা হবে না !
কথা হবে না ?
এত যে গান তবে কাকে দেবো ?
এই যে জমে আছে ব্যথা;
এই ভার কাকে দেবো ?
আর কি হাঁটবে না সাথে !
সাথে হাঁটবে না ?
এই যে আঁকাবাঁকা মেঘ,
এই যে হাওয়া ভরা রঙ
এতো দান তবে কাকে দেবো ?
আর কি পড়বে না ছায়া !
ছায়া পড়বে না ?
এই যে আলো আলো মন
এই যে এত মায়া ভরা,
এত মায়া তবে কাকে দেবো ?
এত যে প্রেম তবে কাকে দেব ?
আর কি আসবে না ফিরে !
ফিরে আসবে না ?
এই যে জলে ছবি লেখা;
এই যে এত চেয়ে থাকা
এত পথ চাওয়া কাকে দেব !
এত যে প্রেম তবে কাকে দেব ?
Comments (0)
Leave a reply