অভ্রনীলকে
আমি ভালো আছি অথবা ভালো নেই !
হলুদ সবুজ সব স্বপ্ন গুলোকে বিক্রি করে
একটা স্ব্প্ন উপহার হিসেবে দিয়েছিলাম ,
লাল মিহি এক একটা অনুভূতির নিরেট বুনন।
প্রচুর ক্ষত উপক্ষত উপেক্ষা সহ ;
ফেরত এসেছে আজ দুপুরের ডাকবাক্সে।
কি অসহ্য ফ্যাকাশে তার রঙ !
আমি ভালো আছি অথবা ভালো নেই অভ্রনীল।
পরিচিত নাম ছিঁড়েখুঁড়ে গেছে ঘরোয়া ছেলেটা।
আমার চশমার বাস্প কাঁচে এখন শুধুই জলের দাগ।
তুমি কি এখনও স্বপ্ন বেচো ?
লাল তুবড়ি অথবা মোম মোম রোদ্দুর ?
তোমার আস্তিনে এখনও কি লেগে থাকে,
গোধূলির ডোরাকাটা রঙ ?
Comments (0)
Leave a reply