অনেকদিন দেখি না তোমাকে
অনেকদিন দেখি না তোমাকে
অথচ আমার চোখ এখনও ভাল আছে
আহা ! তখন কী জানতাম
ভালবাসাহীনতায় মানুষ কত ভাল ভাবে বেঁচে থাকতে পারে !
বৃথাই তোমাকে হারানোর ভয়ে
নিজের চোখ দু'টো নষ্ট করে ফেলেছিলাম
আর আমাকে দৃষ্টিহীন ভেবে
তুমি অন্য কারো চোখের আলো হয়ে গেছো !
ভাল !!
অনেকদিন দেখি না তোমাকে
তোমার চোখে চোখ না রাখলেও
এখন আমি দেখতে পাই
আমাদের দেখা হোক আর না হোক..
Comments (0)
Leave a reply