রবীন্দ্রনাথের ভাষায়
রবীন্দ্রনাথের ভাষায়ই তাকে বলেছিলাম,
“তুমি সুখ যদি নাহি পাও,যাও সুখেরও
সন্ধানে যাও”, মন থেকেই বলেছিলাম ।
যেখানে গেলে সে সুখী হবে সেখানেই যেন
ঠিকানা হয় তার । না, নিজের সুখের জন্য
কাউকে তার সুন্দর নিশ্চিত ভবিষ্যত
ছাড়িয়ে আমার
ছন্নছাড়া বাউন্ডুলে জীবনের
সাথে বাঁধতে জোর করিনি,
আমি স্বার্থপর নই । বিদায় বেলায়ও
মনে প্রাণে প্রার্থনা করেছিলাম সে যেন
সুখীই হয় ।
তবুও কেন জানিনা আজকাল তার সুখ
দেখলে বুকের আশপাশে কোথাও বেশ কষ্ট
হয়,
একে কি হিংসা বা ঈর্ষা বলে কিনা আমি জানিনা ।
মাঝে মাঝে তার
প্রোফাইলে আমি উঁকি দেই, খুব
একটা কিছু দেখতে পারিনা,
মাঝে মাঝে ভাবি আমার সবকিছু শেষ
করে দিয়ে সে দেখি বেশ ভালোই আছে,
যন্ত্রণা হয় । সব ছাপিয়ে শেষমেষ তার
হাসিই জয়ী হয় অবশ্য, আমার সব হিংসা-
ঈর্ষা ভেসে যায় নোনা জলে ।
আমি তোমারও বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষও মাস ।
যদি আর কারে ভালোবাসো, যদি আর
ফিরে নাহি আসো
তবে তুমি যাহা চাও, তাই যেন পাও..
আমি যতই দুঃখ পাই গো.
Mehedi Hasan Shatu
Comments (0)
Leave a reply