সোনালী মৃত্যু
কোষ্টী বলছে -
আমার মৃত্যুর কারণ হবে বিষক্রিয়া।
আমি বৃক্ষ বর্ষীয় বিষ বুকপকেটে রেখে
ন্যাড়া ছাঁদের কার্নিশ থেকে ঘুরে এসেছি।
এক দুই তিন করে গুনেছি সময় ;
অতঃপর প্রকাশ্য রাজপথে ,
... যুবা অশ্বা নারীর বাঁক আঁক শরীর
আহার করেছি রূপদক্ষ চোখে।
কপালে তাঁর অভ্রের চাঁদ ,
পরনে মেঘের জল।
হায় ভাগ্য !
ঠিক তখনই আমার মৃত্যু সুনিশ্চিত হলো !
জানি না কোষ্ঠী ঠিক
এই মৃত্যুর কথা বলেছে কি না !
আমি ঈশান কোনের ঈশ্বরকে
প্রশ্ন ছুঁড়ে বললাম ,
হে ঈশ্বর এই মৃত্যুর পর
আর কোনও মৃত্যু বেঁচে থাকে ?
Comments (0)
Leave a reply