রাত্রি
বিষন্ন ঘরটার মাঝে
ছাঁই রঙা শোকের ফিসফিস!
পিঁপড়ার দল নিমগ্ন ব্যস্ততায়;
একটা হাতছানিতে আচ্ছন্ন সময়,
মাঝে মাঝে ডুকরে কান্নার আওয়াজ!
প্রশ্নপত্র জমতে থাকে,
উল্টেপাল্টে বালিশ!
আঁধারের নিজস্ব আলোয়
ফুল পাতার কারুকাজ।
নিস্তব্ধতার শূন্যস্থান পূরণ,
দেয়াল ঘড়ির টিকটিক!
স্যাতস্যাতে বিছানায়,
অবাধ্য বেদনা
মুখোমুখি ক্ষত-বিক্ষত অস্তিত্ত্ব!
জমে ওঠে অংকের আসর,
তারপর,না মেলা উত্তর!
এপাশ ওপাশ খুঁজতে থাকা ভুল,
শ্বাসরুদ্ধ স্রোতে, রাত্রিপার...!
---নিরুপমা নিরু
Comments (0)
Leave a reply