দাগ

একদিন মন হারানো থাকবে'না
কিশোরী মেয়েটার ,
পড়ার টেবিলে পুরনো বইয়ের পাতায়
... ... খুঁজবে'না গোলাপের দাগ ।

আসবে না আদরের সুঘ্রাণ চিঠি
সেদিন আমিও খুলবো'না ডাকবাক্সটা,
অহেতুক বোলব'না -
আকাশ আজ খুব চুপ থাকিস
ছাতাটা'তো নেই ওর হাতে ।

একদিন কান্নাগুলো
চাপা পড়ে যাবে বলিরেখায় ,
থাকবে'না যুবকের মন .
ঘরের এককোণে বসে ভাববে
সেদিনের যুবতী -
ওই দিনগুলো বড় ভালছিল ।

Comments (0)

Leave a reply