নুতন বছরে - সুভাষ মুখোপাধ্যায়

সোনা আমার, মানিক আমার
বাছা রে,
কী পেলে তুই খুশি হবি,
কী নিবি
নতুন এই বছরে ?

আমাকে দিও খেতে
এক বাটি দুধ দিনে
মাটির দুটো খেলনা দিও কিনে

বরং
এক বাক্স রং
আকাশে দিও ঢেলে
এবং
বালাই মুছে মাটিতে দিও পেতে
অফুরন্ত স্বপ্ন দেখার
শান্তির পৃথিবী ।

Comments (0)

Leave a reply