যথেষ্ট হয়েছে

শুনো, যথেষ্ট হয়েছে !
পাশাপাশি বসে দুজনে দুদিকে তাকিয়ে থাকব
আর কত কাল ?
মান ভাঙানোর খেলাতেই চলে যাচ্ছে এক জীবন,
টের পাচ্ছ না ?
... যে তোমাকে এত কিছুর পরও কাছে আসতে পারে
তার চলে যাওয়া সম্পর্কে তুমি ধারনাই রাখ না !
তাই বলি, বাদ দাও সব...
ভালবেসে আমরা পরিহাস দেখেছি
এবার পরিহাস আমাদের ভালবাসা দেখুক

লিখেছেন: নিভৃতা

Filed Under:

Comments (0)

Leave a reply