ভুল

যে যায় ভুলে
ফেরে'না সে ভুলে
রেখে যায় শুধু ভুল।
...
আমি ভুলে যাই
ভুল করে চাই
ভুল করে আনি ভুল।

ভুল করে দেখি
আয়নায় সুখ
ভুল করে দেখি
ভুলে যাওয়া মুখ
ভুলে ভুলে যাই ভুল।

যে যায় ভুলে
ফেরে'না সে ভুলে
রেখে যায় শুধু ভুল।

Comments (0)

Leave a reply