কথা থাকে বাকি
আমি এক ভাবি আর এক লিখি
আমার আরও কথা -
বলা থাকে বাকি।
...
ওইযে দূর তারা তারা রাত আকাশে
তিলতিল চাঁদ নড়ে বসে,
আধো ঘুম -
আমি চিঠি লিখি,
তুলিটান মেঘ ক্যানভাসে!
আমি কি চাই আর কাকে লিখি!
আমার কথা থাকে বাকি।
আমি দেখি -
সর্ষের ফুলে কার নাকছাবি!
কার মুখ -
মায়া মায়া ছবি!
আমি এক ভাবি আর এক লিখি!
আমার কথা থাকে বাকি।
কি খুঁজি বিছানা বালিসে?
ছাপজল আদুরে নালিশে!
আমি কি ভাবি কি যেন লিখি!
আমার কথা থাকে বাকি।
Comments (0)
Leave a reply