ভাল না বাসলে কি হয়

ভাল না বাসলে কি হয়......
খুব কি বেশী কিছু....
হয়ত কিছু রাত ঘুম রবে,
তারাহীন চাঁদ কে নিজের মত একা মনে হবে.....
কিছু ভুল বলা সত্য...
... আর নিষ্পেষিত হাতের মাঝে সুখ।

হয়ত সেদিন খা-খা করবে বুক.....
ভাল লাগবেনা সৃষ্টির মহিমা.....
ফুল, পাখি, সকালের রোদ
থাকবেনা মাথার কাছে দাড়িয়ে।
ভাল না বাসলে কি ক্ষতি....
তাতে দুঃখ মেশানো থাকবেনা,
বেদনার গান শুনতে হবে না,
হতে হবে না হৃদয়হীনার করাল বাহুর শিকার.....

আমার শিয়রে শুধু স্বপ্ন রবে....
অভিধানে খুজব না প্রেম, দুঃখ, সুখের মানে
কবিতা পড়ব না, গল্প শুনব না
কারো দুঃখে কেদে বুক ভাসাবো না.....
নদীর ঢেউ-এ খুজব না বিষাদের সুর।

তাইতো ভাল না বাসলে কি হবে,
খুব কি কাটছাট পড়বে জীবনের হিসেবে............??

লিখেছেন: Faizul Pain KiLlear

Filed Under:

Comments (0)

Leave a reply