ওরাও ভালোবেসেছিলো

সময় কত দূর বেহিসেবি!
লালবাতি ঘরে -
দেওয়া নেওয়া হোল কত রঙ!
... দিনের গল্প শেষ হোলে
এইবার তুমি রাতের পিঠে হেঁটে দেখ।

কত ঢেউ মরে গেলে
নদীটা হারিয়েছে স্রোত;
জলের ঠোঁটে হাত রেখে দেখ।
নদীটাকে না জেনে -
নদীর ইতিহাস লিখো'না।
যে নদী হারিয়েছে স্রোত
সেও একদিন যুবতী ছিল।

কত বৃষ্টি হারিয়ে,
শিলাবতী মেঘ মরু হয়ে গেল ;
কি যে ব্যথা তার!
আকাশ হারিয়েছে যে মেঘ,
তারও একদিন গর্ভ হয়েছিল।

আমি দেব জল ছুঁই মেঘ লেখ ভাষা,
আকিঁ বুকি মোহনার স্বরলিপি।
ইতিহাস লিখো'না,
একটা"ওরাও ভালোবেসেছিলো",
গল্প লিখে দিয়ো হাওয়ার ঠোঁটে।

Comments (0)

Leave a reply