শুদ্ধ হব, হবে
আমি অনেক ভালো আছি
খারাপ থাকার ফাঁকে,
আমার পাশে আমার ছায়া
হাত বাড়িয়ে ডাকে।
... তোমরা সবাই চলছ কেবল, নেইকো সময় থামার;
আমার মাঝে আমার বসত, আজ হতে আমি আমার!
আমার এক হাত আলতো করে
আরেক হাতে রাখে,
আমার দু'হাত আমার মাঝে
যুগল হয়ে থাকে।
সিঁড়ি বেয়ে উঠছ সবাই, নেইকো সময় নামার;
তোমরা সবাই জেনে রেখো, আজ হতে আমি আমার!
তুমিও এখন অনেক দূরে, অলসভাবে ব্যস্ত;
আমি কেবল আমার আছি,
নিজের ভেতর ন্যস্ত।
অলসরাতেও কাব্য শোনার হয় না সময় তোমার,
পৃথিবীকে জানিয়ে দিলাম আজ হতে আমি আমার!
Comments (0)
Leave a reply