সংরক্ষিত আসন
সংসদের পেছনের সারির ৪৫টা অব্যবহৃত চেয়ার,
সাধারণ কিংবা অসাধারণ নির্বাচনের কিছু আসন-
... আপনার জন্য সংরক্ষিত।
জ্বালাময়ী জনসভার সামনের দিকে বাঁশে-ঘেরা এলাকা,
পল্টনের মারমুখো মিছিলের অগ্রভাগ --
আপনার জন্য সংরক্ষিত ।
পিএসসির চাকরির ১০ শতাংশ,
রেস্তোরাঁর কিছু পরদা-ঘেরা টেবিল --
আপনার জন্য সংরক্ষিত ।
আপনি যখন পাবলিক বাসে চড়েন;
শিশু,বৃদ্ধ ও প্রতিবন্ধীদের সাথে ৯টা যৌথ আসন --
আপনার জন্য সংরক্ষিত ।
অর্থাত্ --
আপনি শিশুর মতো পরজীবী,
বৃদ্ধের মতো মেয়াদহীন,
প্রতিবন্ধীর মতো সহায়হীন ।
অন্যের চর্বিত খাবারটা খেতে পেলে,
অন্যের পরিত্যক্ত চেয়ারটায় বসা গেলে,
মিছিলের ব্যানারটা ধরা গেলে --
চরম ঝলকে পরম পুলকে আপনি হাসেন বিজয়ীর হাসি !
এখন আপনিই ঠিক করুন --
আপনি সংরক্ষিত আসনটায় বসবেন,
নাকি হাতুড়ি বাটাল পেরেক নিয়ে নেমে পড়বেন নিজের চেয়ার নিজেই বানাতে?
Comments (0)
Leave a reply