ভালোবেসেছি আমি বলিনিতো

দেখেছি ও মুখ
হৃদয়ের সুখ
পড়শি ও চাঁদ-তবু দেখিনিতো
... ভালোবেসেছি আমি বলিনিতো।

দিন বারো মাস
আমার উচ্ছাস
পড়শি ও চাঁদ-তবু ভাসিনিতো;
ভালোবেসেছি আমি বলিনিতো।

খোলা জানালা
এবেলা ওবেলা
আসা যাওয়া আমি তবু দেখিনিতো
ভালোবেসেছি আমি বলিনিতো।
পড়শি ও চাঁদ আমি দেখিনিতো।

কাঁচনথ নীল
চিবুকের তিল
মিঠে মুখ সুখ আমি দেখিনিতো;
পড়শি ও চাঁদ আমি দেখিনিতো
ভালোবেসেছি আমি বলিনিতো।

Comments (0)

Leave a reply