তুমি
সারা দিন পর অফিস খাটুনি থামে।
পাঁজরের নীচে-
ধুকপুক ধুকপুক তুমি তুমি;
মনের খাটুনি থামে নাতো!
...
কাছে থাকো জ্বালা!
দূরে থাকো জ্বালা!
চোখের খাটুনি কমে নাতো!
ফোঁটেনি ফুলটার কত সুখ।
খাঁচা নেই পাখিটার কতো সুখ।
বাংলা কবিতা ♣ Bangla Poem ♣ Bengali Poetry ♣ Bangla Kobita ♠ Largest Collection of Bangla Poem
সারা দিন পর অফিস খাটুনি থামে।
পাঁজরের নীচে-
ধুকপুক ধুকপুক তুমি তুমি;
মনের খাটুনি থামে নাতো!
...
কাছে থাকো জ্বালা!
দূরে থাকো জ্বালা!
চোখের খাটুনি কমে নাতো!
ফোঁটেনি ফুলটার কত সুখ।
খাঁচা নেই পাখিটার কতো সুখ।
Comments (0)
Leave a reply