সকাল

আবার এসেছে সকাল
নগরীর নিষিদ্ধ বাগে-
আশা হবে বিনিময়।
... কেউ কিছু পাবে,
কেউ স্ব্প্ন হারাবে মনে হয়!

যারা আছে ভালো,
তারা আরও পাবে।
যার নেই কিছু,
তার খোয়া যাবে;
হবে আহুতি,আলোর পরিচয়।

আবার এসেছে সকাল!
ছোটো ছোটো সুখ যাবে-
ছোটো আশার বিনিময়।

Comments (0)

Leave a reply