একটা কবিতা লেখো কেউ

অন্তত একটা কবিতা লেখো কেউ
ভালোবেসে না হোক -
করুণাতে লেখো,তবু লেখো।
...
হলুদ পাতাটা কি ব্যথা নিয়ে
ডুবে যেতে চায় মাটির গভীরে!
কত সুখ বিনিময় হলে -
ভালোবাসা মরে?কেউ লেখো।

কত পৌষ মরে গেলে
শিশির ব্যথা নিয়ে ফিরে যায়!
দুপুর কত জোয়ান হলে -
নদী শুকায়?
কেউ লেখো,কেউ লেখো।

রাত কত ঘন হলে
চোখ ভুলে যেতে পারে তার দেখা!
কত বার হেরে গেলে -
কেউ ভুলে যাবে হারা?
কেউ লেখো,দোহাই কেউ লেখো।

Comments (0)

Leave a reply