খোঁজ
কিছু একটা হারিয়েছে
সেই ছেলেবেলা।
লাটিম!রঙিন ঘুড়ি!
... জানিনা।
কিছু একটা হারিয়েছে কৈশোরে।
সাইকেলে এপাড়া ওপাড়া!
চেনা কিশোরী মুখ!
জানি না।
কিছু একটা হারায় এখন,
প্রতিদিন।
মন!বিবেক!
জানি না।
এই কিছু একটা খুঁজতে খুঁজতে
একদিন আমার মৃত্যু হবে হয়তো।
Comments (0)
Leave a reply