অভিমান
আমাকে তুই ভুলেই গেছিস যদি
চোখে কেনো বিবাগী তোর নদী?
জোয়ার চলে ভাঁটায় চলে
... অভিমানের গহিন বনে
কোন কারণে?
কোন কারণে গাল ফোলা তোর
শিশুর মত!
হারিয়ে ফেলিস সুখের চাবি
মুক্তা বনে?
লক্ষী সোনা রাগ করেনা
দেখনা চেয়ে,এইতো ফাগুন
আগুন নিয়ে তোর দুয়ারে।
অনাহারে রাখবি হৃদয়?
কোন কারণে!
দেখনা চেয়ে,ওইতো পলাশ
কৃষ্ণ চূড়ায় পরাগ চোবায় প্রজাপতি।
আদুল গায়ে ওইত ছেলে,
আদোর কুঁড়ায় দীঘির কোলে।
আয়না বোলে,
-"কোথায় ছিলে এইদুটো দিন আমায় ভুলে?"
জানিস?আমি ঘর খুঁজেছি,
যেমনটি তোর চাই।
তোর চোখের আকাশ আছে।
যখন তখন উড়ান আছে।
যেমনটি তোর চাই।
Comments (0)
Leave a reply