প্রেতাত্মার হুমকি
শুভমিতা তোমার সামনের এই আমি আর আমি নই
আমি প্রেতাত্মা, প্রতিশোধ নিতে এসেছি
প্রতিশোধ নিব আমার খুনের;
খুনের বদলা খুন।
তোমার সাথে শত কথা হয়েছে তবু
... একটা কথা বলার সুযোগ তুমি দাও নি,
মনে আছে তোমার?
সেই থেকে আমার শ্বাসরোধ,
বুকের ভিতর কেমন কেমন করে
আমার নিদ্রা কেড়ে নিয়েছ
হৃদয়টা নিক্ষেপ করেছ ওই কালো দুই সমুদ্রে
মনটাকে বন্ধী করেছ বিক্রি করেছ সুরের ফেরিওয়ালা রবির কাছে
আর দেহটাকে কবর দিয়েছে স্মৃতির চোরাবালিতে।
এভাবে কেউ বেঁচে থাকতে পারে?
আমি আজ প্রেতাত্মা, তোমার উপর ভর করব,
তোমার অন্তরে বসত গড়ব
জড়িয়ে ধরব তোমাকে নিগুঢ় বন্ধনে,
তখন তোমার আর কিছুই ঠিক থাকবে না
তুমি আলো আঁধারের পার্থক্য বুঝবে না
তুমি বুঝবে না কেন তোমার মন খারাপ হচ্ছে না
বুঝবে তোমার উপর তোমার নিয়ন্ত্রণ নেই কোন।
যেদিন চলে যাব সেদিন বুঝবে;
বুঝবে ফেলে যাওয়া গোলাপের আয়ু আর বাড়বে না
একটা একটা করে তার পাপড়ি ঝড়বে
সে পাপড়ি তার অশ্রু, তুমি মানবে।
সেদিন রাস্তার মোড়ের পাগলটা আর বাঁশি বাজাবে না
তুমি বুঝবে সে বসন্ত সুর আর নেই
সেদিন কি অচ্ছুৎ পাগলকে আবার সাধবে না,
বলবে না তোমার আজ মন ভাল নেই?
Comments (0)
Leave a reply