কি লাভ সরানোর
কুয়াশাও আজ আবার ঝাপসা করে দিয়েছে পৃথিবীটা...
থাকনা এমনই...
কি লাভ সরানোর...
... তুমিতো চিরদিন ই ঝাপসা হয়ে রবে...
কুয়াশাই, না হয় আমার শান্তনা হবে.......।
থাক, আমি না'হয় অপেক্ষায় থাকি।
অপেক্ষা করি গ্রীষ্ম শহর মাড়িয়ে,
বৈশাখ শেষে, বর্ষণ পেরিয়ে
কোন এক সিক্ত প্রভাতে হাসবে সূর্য,
আমার খেয়া ঘাটে, হৃদয় বন্দরে।
কিন্তু তখন যদি হটাৎ করে
চারদিক আবার কালমেঘে ছেয়ে যায় ?
তোমার তো আর আসা হবে না
তোমায় তো আর পাওয়া হবে না
ভাববো প্রকৃতি চায়নি তুমি আস
ওটাই আমার শান্তনা হবে….
বল কি নাম দেবে তার?
আমার এই অপেক্ষার?
বলবে পাগল?
হুম! আমি পাগল'ই হবো।
Comments (0)
Leave a reply