মুঠোফোনটা এখনও অপেক্ষা করে
বেজে ওঠার নিমিত্তে
বহুদিনের পুরনো অভেস,
সারাদিনের কর্ম ব্যস্ততা
আজ বড় অবসর।
... সে নিজেকে তৈরি করে
সময় দেবার প্রাপ্তিতে।
অপেক্ষা করে চলে
কিন্তু কোন ফোন আসেনা
বেজে ওঠে না বাজনা
নিজেকেই নিজে খেয়াল করে
আমি নষ্ট হয়ে গেলাম না তো?
Comments (0)
Leave a reply