দুটি কবিতা

১.
তুমি বল তোমায় দেখতে কল্পনায়!
স্বাপ্নিক চোখে, আপন মাধুরী মিশিয়ে!!
আমি দেখি তোমায়, একবার, দুবার,
... দেখি বহুবার, অজস্রবার, বন্ধ চোখে।
তুমি বল ভাবনায় সাজিয়ে নিতে!
তোমার মুখচ্ছবি স্বপ্নের আবির মিশিয়ে!!
আমি সাজাই তোমায়, একবার, দুবার,
সাজাই বহুবার, অজস্রবার, অন্ধ হৃদয়ে।

২.
তোমায় ভালবাসতে গিয়ে
জাত হারালাম,কূল হারলাম...
তোমায় ভালবাসতে গিয়ে
আপনজন সব হারালাম...
তোমায় ভালবাসতে গিয়ে
চেনা পথ যত সব হারালাম...
সব হারিয়ে যখন তোমার দ্বারে
ঠিক তখন ই আমি তোমায় হারালাম.

Comments (0)

Leave a reply