একটা রাত এখোনো আসেনি

এমন একটা সকাল নেই
পাখিরা জাগেনি,ফুল ফোটেনি।
অথচ এমন একটা রাত এখনো আসেনি
... দুচোখ ভরে ঘুমিয়েছি আমি!

আকাশ ভরা সূর্যদয় আমি চাইনি;
বখাটে নদীটাকে ভুলে যেতে চাই।
দুচোখে স্ব্প্ন দেখতে চাই,
আবার আমি বেঁচে উঠতে চাই।

Comments (0)

Leave a reply