দেখা

সূর্য ডুবে যেতে যেতে
দিগন্ত রেখা বরাবর -
যেখানে থমকে থাকে কিছুক্ষন,
... আমি চেয়ে থাকি।

তাল সুপারীর সারিতে তখন -
গোধূলির গুড়ো রঙ।
দুটি চড়াই খুনসুটি করে যায়,
ইঁট পাতা উঠোনে।

রোদের সুখ নিয়ে
রাধাচূড়ার পাতা গুলো বুজে আসে,
একটা দুটো তারা ফুটে ওঠে তার পর।

এমন অনেক বিকেল,অনেক সন্ধ্যা,
আমি শুধু চেয়ে থাকি।

আসলে আমি কিছুই দেখিনা জানিস?
আমি যেন কার কথা ভাবি!

Comments (0)

Leave a reply