আমারে ঘৃনা কর
কেন তারে ঘৃনা করো, কেনো ফেলো থু
শব্দে শব্দে দিয়ে যাও বাঁশ, বলছ সে কু
ওরে ওরে আমি তারে ভালবাসি, বলছি সু
... মনে মুখে দুই কথা বলেনি, সত্যবাদী ওই পু।
তোমরা মুখে বল রাম নাম, মনেতে খাম খাম
দুর্নীতি কর দমন করে দমন কমিশন
দেখেছ ঠুঁটো জগন্নাথ? হাত নাই পা নাই
নমঃ নমঃ, সবাই এসে প্রনাম জানাই।
তোমার চেয়ে বড় দেশপ্রেমীক নায়, দিলে জানান
আমারে একটা চাকরি দিয়ে কর গে এর প্রমান।
আমরা তো চাকরি করি সম্মানি নোক বড় দেশপ্রেমী
খুদার্থ বালকের চুড়ি দেখে ক্ষোভে ফেটে পড়ি।
তোমার সন্তান বিদেশে হাওয়ায় উড়ে, আমি যানজটে মালা গনি
খোদাতালার নাম আনি, সে পাড় করে দিবে
ধার্মিক বানিয়ে দাও তাবৎ জনগনে, দায়িত্ব তোমার কমে যাবে
তাই বুঝি ধর্মদল রাখি মোরা আঁচল বেঁধে।
তোমার সন্তান বে করে বিদেশিনী, গ্রীন কার্ড দিবে আনি
তবু তারা দেশপ্রেমীক, মাঝে মাঝে দেশে আসি
মাথায় হাত বুলাও - সান্তনা দেও - কাজে ভাগ্য।
ইনফ্রাস্ট্রাকচারই নাই, চুরি কর আর চাও সাহায্য!
দেশপ্রেম ঝুলে ঝুলে পড়ে অই পতাকার ঝুলুনিতে
চারিদিকে লাল সবুজের বান ডাকে ডিসেম্বার
এত এত দেশপ্রেমিকের ভীরে নিজেকে বড় একা লাগে
প্রেমিক দেখি পুঁটি থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার।
আমি তো দেশপ্রেমিক নই কিন্তু তাদের মত হই
কাজ করি বিদেশে গিয়ে পা চাটি অন্যে
তবু দেশে গিয়ে বলতে পারি না তোমাদের সাথে রই
আমারে এসে লাথি জুতা মারো দেশপ্রেম নায় তাই জন্যে।
Comments (0)
Leave a reply