তুমি এলে পরে

সূর্যের স্বর্নাভ রেণু
খাঁ খাঁ করে পোড়ে
আফিমে দুপুরে।
তুমি এলে পরে,এমন প্রেম তোমার।
...
বিকালের ফুল হারা শাখায়
গোধূলির ছাপ রেখে যায়,
দিন মরা পাখি -
এমন প্রেম!

দীপালির নিভূ নিভূ দীপ
তারা হয়ে জ্বলে ক্ষ্যাপা বৈশাখে;
তুমি এলে পরে,এমন প্রেম।

মাঘ ও ঘাগ্রা পরে
বসন্ত হতে চায়;
এমন প্রেম!এমন প্রেম তোমার।

আমিও বদলাই হিমালয়
বুক চিরে ঝরনাকে ছুড়েদি মোহনার দিকে।
তুমি এলে পরে,এমন প্রেম তোমার।

Comments (0)

Leave a reply