ধ্যানভঙ্গ

দীপন দেওয়ালীর
পাঁচ প্রদীপের আলোয় দ্যাখা
... প্রথম সেই তুমি সৌরমিতা,
আলোয় কালোয় অভিসারী মঞ্চে
দেবি কুন্তী হয়েছিলে।

সূর্য বন্দনারত তোমার প্রদীপ্ত মুখ
দেবাঙ্গনা যেন!
আমার সমস্ত তেজ,স্নিগ্ধ দৃষ্টি
আমাকেই দগ্ধ করে যাচ্ছিল
তোমাকে ছুঁয়ে ফিরে এসে।

সহজেই বুঝতে পেরেছিলাম
যুগকাল ধানস্ত আমি আর নেই।
তুমিও সেইদিন চিনে নিয়েছিলে
তোমার যোগী পুরুষ।

অগুণণ দর্শক এক কোনে মুগ্ধ আমি,
সব মৌনব্রত ভেঙে বলেছি প্রথম
আমার জন্মান্তর তোমার।
এ আকাশ তোমার।
এ পৃথিবী তোমার।

Comments (0)

Leave a reply