দোল খেতে খেতে

দোল খেতে খেতে চোখে এসে দেবে ঘুম
ঘুমের ভেতরে কি যে হবে ভাবি
যাই হয় হোক তুমি দিও তাতে সায়
তুমি দোলা দাও আর আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়
... হাওয়া দোলা দেয়
তুমি আমি দোল খাই
দোলনায় দোলনায় দোলনায়

Comments (0)

Leave a reply