রূপ সওদাগর

বিসর্জনের সুর বাজে বড় করুণ বড়ই চিরল
বারে বারে বিসর্জন এটাই আজ নিয়ম।
এইখানে এই সময়ে অগ্নিবান ঝড়ে পরে
... পুস্পরথে তোমার সুবাসিত পথ চলে।
পুর্ণতার সৈকতে ঝিমিয়ে থাকে বালুচর
তার ভিতরে আসন গড়ে পঁচা সামুকের দল।
সেইখানেতে বারে বারে ঝরে রূধির প্লাবন
দমকা হাওয়ায় অযাচনে বারি ঢালে ঘুর্নি ঝড়,
তারে নাহি চাহে অফুরান তৃষ্ণা কাতর
সহজ সওদা নাহি করে সে রূপ সওদাগর।

Comments (0)

Leave a reply