ছেলেমানুষি
ভালবাসার মৃত্যু কে অস্বীকার করা তুমিই
আজ মৃত্যুর অন্যপাশে দাঁড়িয়ে;
ভাঙ্গা এপিটাফ টা কে সাক্ষী করে।
...
শ্যাওলা ধরা এপিটাফ কে স্পর্শ করেই
আমাকে এখনও শান্ত থাকতে হয়।
অথবা,অবশ অনুভুতিহীন আমি
তোমার না থাকাকেই অস্বীকার করি।
এই বৃষ্টি ভেজা মাঝরাতে
হয়তো দুজনেই ভিজছি আগের মত;
দুটি আলাদা পৃথিবীতে দাঁড়িয়ে।
তুমি আনন্দে হাসছ কিনা জানিনা,
কিন্তু আমি তোমাকে না পেয়ে কাঁদছি
Comments (0)
Leave a reply