ভালোবেসে কেনো ভুলে যাও ভালোবাসা

সমস্ত কাজের শেষে
খিদের যন্ত্রনার মত তুমি;
মিশে যাও অনুভবে,
... ফুরায় সব আশ্রয়।

হৃদয়ের রোজগার শুন্য,
সুখের অনুকনাও নেই
কোথাও কোনও খানে।
আছে শুধু ব্যাথার মত এক নাম-
তুমি নাসিফা।

একসাথে বহুদূর হেঁটে এসেও
একা আমি অচেনা সেই পথে-
স্মৃতির সাবলিল হাতে জীবিকা করি আমাকে।

এত সহজেই কি ভুলে যাওয়া যায়!
খেলাও শেষ হয়'না সহজে,
নদীও ফেরে'না তার মোহনায় গিয়ে।
তুমি ভালোবেসে কেনো ভুলে যাও সেই ভালোবাসা?

Comments (0)

Leave a reply