আমার বন্ধুর আলো - আদ্রে ভজনেসেনস্কি
আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি।
গেটের তালা খোলা। সিঁড়ির রেলিং-এর আলো
যেন সে হেঁটে আসতে পারে। আমি আমার বন্ধুর অপেক্ষোয় আছি।
সময় বড্ড একঘেঁয়ে এবং কঠিন
অনুমান আমাদের আমাদের জীবন আলোকিত করে রাখে।
পূর্ণগতিতে রিং রোড ধরে সে গাড়ি চালাচ্ছে
তার যখন প্রয়োজন ছিল, আমি যেভাবে চালাতাম, সেও একইভাবে
সে পৌঁছে গিয়ে জায়গাটা খুঁজে বের করবে
গাইন বলে আগাম আলো জ্বালাচ্ছে।
একটি কুকুরও আছে, তার চোখে মৃদু আলো
তুমি কি বন্ধু এখনও? আমি দেখছি তুমি আত্মতৃপ্ত নওঃ
কোন কোন হেডলাইট রাস্তার অন্ধকার সরিয়ে রাখে
আমার বন্ধুকে এসে পৌঁছতে হবে।
সে বলেছিলো ন’টা বা কাছাকাছি সময়ে এসে পৌঁছবে
লোকজন একটা টিভি শো দেখছে
যদি শত্রুতা দেখা দেয়, আমি সব বন্ধ করে দেব
আমি কাছাকাছি কোথাও অপেক্ষা করব
মাস যায় বছর যায়। কিন্তু হারম্যানকে দেখা যায় না
আলো থেকে গোটা প্রকৃতি বিচ্ছিন্ন।
আমার বন্ধুর সাথে নরকে কিংবা স্বর্গে দেখা হবে
আমি সারাজীবন তার জন্য অপেক্ষায় আছি।
সে বলেছিলো ন’টা কিংবা কাছাকাছি সময়ে এসে পৌঁছাব
ঈশ্বর পথে তাকে যেন রক্ষা করুন।
(এলেক ভাগাপোভেব ইংরেজি অনুবাধ থেকে)
Comments (0)
Leave a reply