আধুনিক প্রকৃতি - আদ্রে ভজনেসেনস্কি

লাল গরুগুলো
পিচঢালা সড়কের উপর স্থিত হয়েছে
আয়েশ করে পিচঢালা পথে তারা শুয়ে থাকে
আমরা তাড়িয়ে নিয়ে যাই
সেজন্য গরুগুলো আতঙ্কিত
গরুগুলো রাজপথের অনুগত
আমরা অবাক হয়ে ভাবি কেন?

হে বুড়ো রাখাল, আমরা আপনার কাছে জবাব চাই:
গুরুগুলো কেন পাগল হয়ে গেলে?
ঈশ্বরের দোহাই।
আসল বিষয় হচ্ছে মাছিরা পিচ পছন্দ করে না।
এইসব আধুনিক গরু! বাস্তবিকই তারা কতোটা জ্ঞানী!

বেশতো, তারা ঠাঁই পেয়ে গেছে, ধূর্তগুলো!
গবাদি পশুর মধ্যে প্রতিভাবান!
বেচারা হতভাগা মাছিদের মতো নয়।
মাছিরা জানে এ পিচ
ক্যান্সার ছড়ায়
এইসব আধুনিক মাছি! বাস্তবিকই তারা কতোটা জ্ঞানী!
(এলেক ভাগাপোভের ইংরেজি অনুবাদ থেকে)

Comments (0)

Leave a reply