প্রথম তুষার - আদ্রে ভজনেসেনস্কি

একটি মেয়ে টেলিফোন বুথে ঠাণ্ডায় জমতে থাকে।
আর শুকনো ওভারকোটে সে লুকোয়।
একটি মুখ, যার সবটা লেপ্টে আছে
কান্না আর লিপস্টিকে।

সে তার মিহিন করতলে ফেলে নিঃশ্বাস
আঙ্গুল তার তুষারিকা, কানে অলঙ্কার
একাই যে তাকে বাড়ি ফিরতে হবে
তুষার বাঁধানো পথ ধরে

প্রথম তুষার, এই প্রথমবারের মতো
টেলিফোনের যত শব্দগুচ্ছের প্রথম তুষার
জমাট অশ্রু চিকচিক করে তার গণ্ডদেশে
মানুষের গায়ে আঘাত করা প্রথম তুষার।

(জর্জ রিভের ইংরেজি অনুবাদ থেকে)

Comments (0)

Leave a reply