আঁধারেও আলো থাকে - সুভাষ মুখোপাধ্যায়

আর কতটা সময়ইবা
কালো থাকবে?
আর কতটা সময়ইবা
কালো থাকতে পারে?
আঁধারেও কি
কিছু আলো থাকে না?
আলো থাকে,
আলো থাকে,
আলো থাকে।
শুধু মন দিয়ে জানতে হয়
আঁধারেও আলো থাকে।

Comments (0)

Leave a reply