তুফান এবং বৃক্ষ
অভিশপ্ত ঝড়ের দিন চরম তান্ডব লীলা খেলে গেছে
ব্যাপক বিস্তৃত হয়ে গেছে ঘোর কালো টর্নেডোর দিন।
বর্বর উপকূলেরা সবুজ সুষম এই মাটির বুকে
ছুঁড়েছে উন্মাতাল তুফান।
তারা বাকুম বাকুম চিৎকার করলো, আর অমনি পশ্চিমের জগত অতিক্রম করে
মানবময় ধ্বনিত হলো অনেক অনেক খবর!-
বৃক্ষরা ভেঙে গেছে!!
পর্বতকঠিন ডালপালা, কড়িকাঠি সবকিছু চূর্ণ হয়ে গেছে
আর কিচ্ছু নেই
নেই আর এতোটুকু বৃষ্টি
যেখানে আবার জেগে উঠবে বৃক্ষ!
বৃক্ষরা ভেঙে গেছে
মুছে গেছে আমাদের রক্তলাল নদীনালা
মুছে গেছে গতিমান আশক্ত শিকড়রাজি
যেখানে শরাবের বিকল্পে অসংখ্য লাশের
টুকরোরা বইয়ে দিয়েছে রক্তের স্রোত
মুছে গেছে আরব বেদুঈনের কঠিন শিকড়
পাথরের মতো শক্ত হয়ে যা গভীরে প্রবেশ করতো
অনেক অনেক দূর বিস্তৃত হতো বিপুল গভীরে।
দেখো তবু বৃক্ষরা আবার তৎপর হয়ে উঠবে
শীঘ্রই সোজা দাঁড়িয়ে যাবে বৃক্ষ এবং সমস্ত ডালপালা।
অচিরেই সূর্যের আলোর মুখে
অংকুরিত হবে বৃক্ষের যাবতীয় হাসি।
এবং দেখো সেখানে অচিরেই পাখিরা আসবে
নিশ্চয়ই পাখিরা আসবে
পাখিরা আসবে অবশ্যম্ভাবী
নিশ্চিত পাখিরা আসবে
অবশ্যই পাখিরা আসবে
খুবই দ্রুত পাখিরা আসবে
তরজমা: শাহাদাৎ তৈয়ব
Comments (0)
Leave a reply