অস্তিত্ব - ফাদওয়া তওকন

আমি ছিলাম পৃথিবীর পর
ঝুলন্ত অন্ধকারে তাড়িত এক প্রশ্ন।
জবাব থাকে গোপনে আড়ালে।
অথচ আমিই আমার জন্য
অজানা অন্ধকারের
এক নতুন আলোর উদ্ভাস।
নিয়তি তাকে ব্যক্ত করে
তাকে ঘিরেই
জগত ঘোরে
তাকেই ঘিরেই
জগত ঘোরে বারবার সারাক্ষণ।
এমনকি তার এক-অদ্বিতীয় আলোর বিকিরণে মিলে
নিঃশেষ হয়ে যায়।
নিকষ ঘন অন্ধকার লুপ্ত হয়ে যায়।
এবং দুটি ইন্তিফাদার ভেতর এখন
আমি আমার হাতে পেয়ে যাই
হারানো জবাব।
হে তুমি, তুমি হে সুদূর
হে নৈকট্য
স্মরণ করো না ডুবে যাওয়া। স্মরণ করো না অস্ত যাওয়া।
তোমার আত্মা জগতের আকার ধারণ করে
আমার জন্য, তোমার জন্য,
আমাদের জন্য, কবিদের জন্য।
তবু অস্তিত্ব সমস্ত দূরের সীমানা
মিলিয়ে দেয়!!

Comments (0)

Leave a reply