যায়নবাদীদের দখলের দিনে - ফাদওয়া তওকন
আমি মৃত্যুকে দেখেছি একদা, দেখেছি বিশ্বাসঘাতকরা
গতির মুখে বারবার ফিরে আসছে
তারা আকাশের জানালাগুলো রুদ্ধ করে দিয়েছে
তারা তরঙ্গের পরাজয়ের দিনে
নগরীর শ্বাস-প্রশ্বাস টেনে ধরেছে
আর আমাদের আশারা ছাই হয়ে যায়
যখন বিকৃত মুখে তারা আলোর সামনে এসে
নিজেদের চেহারা তুলে ধরলো
এরপর বিপদের গলগ্রহে আটকে লুকিয়ে থাকলো
আমার দু:খ ভারাক্রান্ত নগরী।
শিশুরা লুকিয়ে গেছে, লুকিয়ে গেছে সংগীত
কোনো ছায়া নেই। কোনো শব্দ নেই।
শুধু আমার নগরীর ভেতর দু:খরা উলঙ্গ হয়ে
উর্বর পদক্ষেপের কাছে হামাগুড়ি খায়।
এখন আমার নগরীর ভেতর নীরবতা
নীরবতা পাহাড়ের মতো নিস্তব্ধ। উপুড়।
নিস্তব্ধতা রাতের মতো অস্পষ্ট।
নিস্তব্ধতা মৃত্যু আর পরাজয়ের গ্লানি বহন করা এক ট্রাজেডি।
হায় শোকাতুর নিস্তব্ধ নগরী
বুঝি এমনি ফসল তোলার দিনে
ফলফলাদি-শস্যরা পুড়ে যায় ?
হায় শেষ চক্র!
হায় শেষ চক্র!
তরজমা: শাহাদাৎ তৈয়ব
Comments (0)
Leave a reply