অমিতব্যয়ী - পার্থপ্রতিম কাঞ্জিলাল

টাকা মানুষের মনের প্রতিনিধি বলিয়াই টাকায় মানুষ
রাজার মুখ মনীষীর মুখের ছাপ বসায়, দেশের
কোনো প্রিয় বৈশিষ্ট্যকে উৎকীর্ণ করে। কৃপণ এ কথা
জানে। কৃপণ মানুষের মনকে অত্যন্ত বেশি মূল্য
দেয় তাই উহার ব্যবহার রুদ্ধ করিতে চায়। কৃপণ
চায় উত্তর-মন মনুষ্যত্ব, যাহা এখনো আবিষ্কৃত হয়
নাই।

Comments (0)

Leave a reply