বিতর্ক প্রস্তাব - পার্থপ্রতিম কাঞ্জিলাল

কী হইলে নিজেকে সফল মনে করিতে পারিতাম? এমন কোনো
সাফল্য কি রহিয়াছে যাহা হইলে বাকি জীবন নিজেকে নিশ্চিন্ত
মনে সফল বলিয়া ধারণা করা যায়? ঈশ্বরের মুহূর্ত জানিয়াছি,
ক্ষুধার মুহূর্ত জানিয়াছি, ত্রাস, প্রেম, সন্তানসুখ, বৃদ্ধবৃদ্ধার মুখের
মুহূর্ত – কিন্তু সকলি মুহূর্ত মাত্র। পুনরায় গড়াইয়া পড়িতে
হইয়াছে, ট্রাম বাস বিছানা চেয়ার সিগারেট সামাজিক দৃষ্টিভঙ্গী
রমণীশরীর ধরিয়া ফেলিতে হইয়াছে, শরীরকে খারাপ করিতে
হইয়াছে, শরীরকে ভালো করিতে হইয়াছে। আমি মারদাঙ্গাপ্রিয়
নয়। খুনে। সাফল্যের জন্য মারপিট করিতে পারিব না, কিন্তু
খুন করিতে পারিব। তাই আমার ক্লান্তি একজন শিকার না
পাওয়া ঘাতকের সহিত তুলনীয় – আমি জহ্লাদ, কিন্তু
কাহাকেও বধ করিবার আদেশ যেন দীর্ঘদিন আসে না। আমার
ভিতরের সংস্কৃতজ্ঞের সহিত আমার বিতর্ক চলে – সব
বৃক্ষে কি ফল ধরে? তবে কেন তুমি বলিলে, ফলেই
বৃক্ষের পরিচয়, যেখানে গাছে একটি পাতা না
থাকিলেও তুমি গাছকে গাছ বলিয়াই চেনো?

Comments (0)

Leave a reply