মিছবাহ 'র কবিতা

আরো কোন পথ ছিল কি !
আরো কোন দিক ছিল কি !
চলতে পথে ভুল ছিল কি !
পথের ভীড়ে পথ হারা কি !
এতো দিনেও অচিন সাথী
সঙ্গ হারা কষ্ট রাতি ,
বিসর্জনে মৌন আঁধার
উপার্জনে পথেই উজাড় ।
হিসেবের ফল শূন্য ছেড়ে
বিয়োগ রাশি যাচ্ছে বেড়ে !
এমন কোন ভুল ছিল কি !
আত্মঘাতি ; ফাঁদ পাতা কি !

Filed Under:

Comments (0)

Leave a reply