চিঠি লিখো

হীরের আত্মীয় যত
শিশিরে ডুবেছে ঘাসে,
পরাগের ওম ভাঙে ভ্রমরের পায়।
... এমন সকালে তুমি নেই,তুমি নেই।
চিঠি লিখো,"ভালো আছি"চিঠি লিখো।

রোদ ভেঙে ভেঙে
সুখ খুঁটে যায় মিষ্টি দুপুর,
মেঠো সুখ ঘুমায় ফসলের বীজে।
এমন দুপুরে তুমি নেই,তুমি নেই।
চিঠি লিখো,"ভালো আছো?"চিঠি লিখো।

গোধূলির ঝিম ধরা রঙে কি যে রূপকথা লেখে নদী!
এপার ওপার মিলে যেতে চায়।
এমন গোধূলি তুমি নেই,তুমি নেই।
চিঠি লিখো,ভালো থেকো চিঠি লিখো।

আমলকি বনে -
রূপা ঝরে পড়ে,
নিশি পেঁচা দুটি দ্যাখে দুজনাকে।
এমন চাঁদ ঝরা রাতে তুমি নেই,তুমি নেই।
চিঠি লিখো,"ভালো আছি"চিঠি লিখো।

Comments (0)

Leave a reply